পুজোর আগে রাজ্যে আরও সুফল বাংলার স্টল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে গোটা রাজ্যে চারশোর বেশি সুফল বাংলার স্টল থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করা হয়। মঙ্গলবার নবান্নে খাদ্যসামগ্রীর বাজার দরের পর্যালোচনা বৈঠকে সরকারের পক্ষ থেকে সুফল বাংলার আরও স্টল খোলা হবে বলে জানানো হয়। এতদিন পুজোর দিনগুলিতে সুফল বাংলার স্টলগুলি বন্ধ থাকত। সাধারণ মানুষ যাতে ন্যায্যদামে সব্জি কিনতে পারেন তার জন্য এবার পুজোতেও স্টল খোলা থাকবে বলে জানানো হয়েছে।
বিভিন্ন সব্জির দর নিয়ে এদিনের বৈঠকে পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, জিনিসপত্রের দাম মোটামুটি স্থিতিশীল আছে। ভিন রাজ্যে আলু পাঠানো হলেও খুচরো বাজারে দাম বাড়েনি। পাইকারি বাজারে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। খুচরো বাজারে আলুর দর নিয়ন্ত্রণের জন্য জন্য সরকারি নজরদারি চলছে বলেও জানানো হয়েছে এদিন। আলু ব্যবসায়ীদের তরফে লালু মুখোপাধ্যায় জানান, এখনও হিমঘরে ২৮ লক্ষ টন আলু মজুত আছে। যা আগামী কয়েকমাস রাজ্যের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।