#BREAKING ইডি মামলায় জমিন মঞ্জুর অনুব্রতর
১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত
September 20, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিবিআইয়ের পর ইডি মামলাতেও জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন তিনি। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত। এবার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হল। তিহাড় জেল থেকে তিনি মুক্তি পেতে চলেছেন। কিছু দিন আগে অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছেন।
আরও পড়ুন: BREAKING গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল
উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৩ সালে ওই মামলাতেই তাঁর কন্যাকেও গ্রেপ্তার করেছিল সিবিআই।