দেশ বিভাগে ফিরে যান

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশি

September 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশি মারলেনা। আম আদমি পার্টি (আপ)-র তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই সময়সূচি মেনেই শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি।

দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ অতিশীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক— সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলৌত, মুকেশ অহলাওত এবং ইমরান হুসেন। অতিশীর শপথে হাজির ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল।

দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন তিনি। উপস্থিত ছিলেন আপের শীর্ষ নেতা এবং রাজ্যের মন্ত্রীরাও। এ দিন শপথবাক্য পাঠ করার পর অরবিন্দ কেজরিওয়াল, যাকে তিনি নিজের গুরু বলে উল্লেখ করেন, তাঁর পায়ে ছুঁয়ে প্রণাম করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Atishi Marlena, #Dehi CM, #delhi

আরো দেখুন