রাজ্য বিভাগে ফিরে যান

মানকরের পালবাড়ির দুর্গা পুজোয় অষ্টমীর দিন দেবীকে ৫২ সের চালের নৈবেদ্য নিবেদন করা হয়

September 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ব বর্ধমানের মানকরের পালবাড়িতে দুর্গা পুজো শুরু হয়েছিল প্রায় ৩০০ বছর আগে। এখানে পুজোর বিশেষ নিয়ম হল পূজারীকে এক আসনে বসেই অষ্টমী পূজো, সন্ধিপুজো, নবমী পুজো ও ভোগ নিবেদন সম্পূর্ণ করতে হবে। পূজারী আসন ছেড়ে উঠতে পারবেন না। কীভাবে এই পুজো শুরু হল, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন, এই বংশের পূর্বপুরুষ দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন। অন্যমতে, পাল পরিবারের আদি বসবাস ছিল বর্ধমান সদরের কাঞ্চননগর এলাকায়। তখন দামোদরের বন্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানকরে এসে তাঁরা বসবাস স্থাপন করেন। নিজেদের বংশের শ্রীবৃদ্ধির জন্য পুজোর আয়োজন করেন।

বর্তমানে পালবাড়ির ১২ শরিক। পরিবারের সদস্য তুষার পাল, সমর পাল বলেন, অষ্টমীর দিন দেবীকে ৫২ সের চালের নৈবেদ্য নিবেদন করতে হয়। অন্যদিন ১৫ সের করে চাল নিবেদন করতে হয়। ভোগে দেবীকে নানা ব্যঞ্জন দেওয়া হলেও বড়ি-পোস্ত অবশ্যই দিতে হবে। বলি প্রথা রয়েছে পুজোয়। তবে সপ্তমীর দিন যে বলি হয়, তা পাল পরিবারের সদস্যরা গ্রহণ করেন না। অষ্টমীর দিন কালো ছাগ বলি দিতে হয়। পুরোহিত জগবন্ধু চক্রবর্তী টানা ৬৩ বছর ধরে এই পুজো করছেন। পরিবারের সদস্যরা অনেকে কাজের সূত্রের বাইরে থাকলেও পুজোর দিনগুলিতে নবীন ও প্রবীণ সমস্ত প্রজন্মই পুজোয় অংশগ্রহণ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Durga Puja 2024, #Mankar, #Palbari

আরো দেখুন