থামছে ১৫০ বছরের ইতিহাস! কলকাতায় আর গড়াবে না ট্রামের চাকা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতাই ছিল দেশের একমাত্র শহর, যেখানে আজও ট্রাম চলে। তবে এবার শেষ হচ্ছে দেড়শো বছরের সফর। কার্যত বন্ধ হওয়ার মুখে ট্রাম। হাতেগোনা চারটি রুট জীবিত ছিল, এবার তাও মুছে যাওয়ার পথে। একটি মাত্র রুটে জয় রাইড হিসাবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মতলা-ময়দানের মধ্যে তা চলাচল করবে। হেরিটেজ হিসাবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহণ দপ্তর। গোটা শহরে সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় ট্রাম চলবে বলেই জানা গিয়েছে। আদালতে তা জানাবে রাজ্য। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যানজট ও দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, “এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। তা আমরা জানাবে। জয় রাইড বাদ দিয়ে বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। গাড়ি বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রাম চালানো অসম্ভব।”
ট্রাম পরিষেবা সচল রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল। ওই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। তার পরিপ্রেক্ষিত রাজ্য এমনটা জানাতে চলেছে বলে খবর।