টেক্সটাইল ক্লাস্টার তৈরি হবে কলকাতায়, বাংলাই এখন উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বাণিজ্য করিডর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেমি কন্ডাক্টর হাবের পর এবার টেক্সটাইল ক্লাস্টার গড়ে উঠতে চলেছে কলকাতায়। দেশের শিল্প বাণিজ্য সংস্থাগুলির আগামী দিনের শিল্পমানচিত্রে স্থান করে নিচ্ছে বাংলা। কলকাতাই হয়ে উঠবে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বাণিজ্য করিডর। রাজ্য সরকারের লাগাতার শিল্প বান্ধব নীতি ও শিল্পবাণিজ্য সম্মেলনের জেরে এবার শিল্প আসছে বাংলায়।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেমি কন্ডাকটর উৎপাদন ইউনিট যাতে কলকাতায় গড়ে তোলা যায়, সেব্যাপারে বিগত কয়েক বছর ধরে নাগাড়ে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট সংস্থাদের সঙ্গে কথা বলেছে। অবশেষে লক্ষ্যপূরণ হচ্ছে।
বাণিজ্য মন্ত্রক বস্ত্রশিল্পের সাপ্লাই চেইন গড়ে তোলার চেষ্টা করছে, তাতে কলকাতা তথা বাংলার নাম থাকা জরুরি বলে মনে করছিল নবান্ন। ২০১৯ সালের পর থেকেই সেভাবেই এগিয়েছে নবান্ন। দেশের বস্ত্রশিল্পের মোট সম্পদ ১০ লক্ষ কোটি টাকার বেশি। আগামী পাঁচ বছরে একে ২০ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব। বস্ত্র শিল্প যে রাজ্যগুলিতে গ্রাম, ব্লক, শহর পর্যন্ত ছড়ানো, সেগুলিকে কেন্দ্রীয় নেটওয়ার্ক চেইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে তৈরি হবে টেক্সটাইল ক্লাস্টার। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের বস্ত্র রপ্তানি বাণিজ্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। বাংলা এই কাজে অন্যতম অংশীদার হবে।