দেশ বিভাগে ফিরে যান

#MeToo ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কেরলের CPI (M) বিধায়ক মুকেশ

September 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধর্ষণ ও যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত কেরলের সিপিএম বিধায়ক তথা অভিনেতা মুকেশ গ্রেপ্তার হলেন। সিপিএম মুকেশকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হল না। কেরল সিপিএমের নেতা ক্ষমতাসীন বাম জোট এলডিএফের আহ্বায়ক ইডি জয়রাজন আগেই জানিয়েছিলেন মুকেশের ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই। আজ অভিনেতা-বিধায়ক গ্রেপ্তার হলেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুকেশের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ ওঠে। কোল্লমের সিপিএম বিধায়ক তথা অভিনেতা মুকেশের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কোচির মারাদু থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sexual assault case, #Cpim mla, #Malayalam actor, #Mukesh, #Rape Case

আরো দেখুন