জানেন কি আঁটপুরে বাবুরাম ঘোষের বাড়ির দুর্গাপুজোর শুরু করেছিলেন মা সারদা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আঁটপুরের বাবুরাম ঘোষের বাড়ির দুর্গাপুজো একদা বন্ধ হয়ে গিয়েছিল। সেই পুজো চালু করেছিলেন মা সারদা। আঁটপুরের ঘোষ বাড়িতেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ঘোষ বাড়ির ছেলে বাবুরাম ঘোষ পরবর্তীকালে প্রেমানন্দ মহারাজ নামে পরিচিত হন। ঘোষ বাড়ির দুর্গাপুজোকে আঁটপুর মঠের পুজো বলে জানেন সকলে।
১৮৫৪ সালে আঁটপুরের দুর্গাপুজোয় স্বয়ং রামকৃষ্ণদেব গিয়েছিলেন। প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন। ১৮৯৪ সালে মা সারদাদেবী এই পুজো ফের চালু করেন। এই বাড়িতে ১৮৮৯ ও ১৮৯৪ সালে দু’বার রাত কাটান মা সারদা। এখনও মা সারদাদেবীর শয়নকক্ষ সংরক্ষিত রয়েছে।
মা সারদাদেবী যখন এই পুজো ফের চালু করেছিলেন, সে’সময় স্বামীজি এদেশে ছিলেন না। তখন তিনি আমেরিকায়। ১৯১৮ সালে স্বামী প্রেমানন্দ মহারাজ দেহ ত্যাগ করেন। ১৯৮৬ সালে এই বাড়ি রামকৃষ্ণ মঠের অধীনে আসে। মঠের তত্ত্বাবধানে আজও একইভাবে চলছে দুর্গাপুজো। বেলুড় মঠের মহারাজরা ফি বছর পুজো করেন এখানে। পুজোর সময় প্রচুর ভক্তরা আসেন।