মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জিতলেন রিয়া সিংহ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মরুরাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরের বুকে বসেছিল ২০২৪ সালের ভারত সুন্দরী প্রতিযোগিতার আসর। রবিবার রাতে সেই প্রতিযোগিতাতেই বাজিমাত করলেন মাত্র ১৯ বছর বয়সী রিয়া সিংহ।
এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ রিয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ।
এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যাঁরা জয়ী, তাঁদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’
গুজরাটের মেয়ে রিয়া সিংহ একজন অভিনেত্রী এবং সেইসাথে পারফর্মিং আর্টের একজন স্নাতক ছাত্রী। তিনি ১৬ বছর বয়সে মডেলিংয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন এবং ‘মিস টিন গুজরাট’ খেতাব জিতেছিলেন।
২০২৩ সালে, তিনি 25 জন প্রতিযোগীর সাথে মাদ্রিদে অনুষ্ঠিত মিস টিন ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি এই প্রতিযোগিতার প্রথম ৬ জনের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন।