← দেশ বিভাগে ফিরে যান
নয়া NDA সরকারের একশো দিন পেরোলেও কী কী মিলল না? হিসাব দিল তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুন মাসে তৈরি হয়েছে নতুন সরকার। আঠারোতম লোকসভা তৈরি হয়েছে কিন্তু আজও তৈরি হয়নি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। ডেপুটি স্পিকার পদে বসেননি কেউ। কার্যত না-পাওয়ার তালিকা তুলে ধরে মোদী সরকারকে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।
এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, “লোকসভা কোনও ডেপুটি স্পিকার পায়নি। সংসদীয় স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়নি। পরিযায়ী পাখির মতো মণিপুরে এখনও পৌঁছতে পারেননি মোদী। বাংলার মতো রাজ্যের বকেয়া পাওনা এখনও ছাড়া হয়নি।” তিনি তালিকায় আরও সংযোজন করার অনুরোধ করেন। কারণ তাঁর মতে, মোদী আমলে অপ্রাপ্তির একটি দীর্ঘ তালিকা তৈরি হতে চলছে।