পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

চার শতকেরও বেশি সময় যাবৎ দেবী দুর্গার আরাধনা করছে সাবর্ণ রায়চৌধুরীরা

September 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির ঐতিহ্য আজও অটুট। চারশো বছরেরও বেশি সময় ধরে দুর্গা পুজো করছে এই পরিবার। ১৬০০ সালে হালিশহরের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন সাবর্ণরা। ১৬১০ সাল থেকে দুর্গাপুজো আরম্ভ করেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী ও তাঁর স্ত্রী। একচালা দুর্গাপ্রতিমার পুজো শুরু করেছিলেন সাবর্ণরা। চালচিত্রে আঁকা থাকেন দশমহাবিদ্যা এবং রাধা-কৃষ্ণ।

১৬১০ সালে একটিই পুজো হত। এখন সাবর্ণদের আটটি শরিকি বাড়িতে পুজো হয়। বড়িশাতেই রয়েছে ৬টি বাড়ি, আটচালা, বড়বাড়ি, মেজবাড়ি, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি ও কালীকিঙ্কর ভবন। এছাড়া নিমতা এবং উত্তর ২৪ পরগণার দুটি শরিকি বাড়িতেও পুজো হয়। একই নিয়ম বহাল রয়েছে পুজোর। নিমতার বাড়ির পুজো ছাড়া বাকি সাতটি বাড়িতেই আমিষ ভোগ দেওয়া হয়। সন্ধিপুজোয় ল্যাটা মাছ পোড়া দেওয়ার নিয়ম রয়েছে।

সাবর্ণদের বাড়িতে তিন মতে পুজো হয়। পঞ্চমী থেকে সপ্তমী, নবপত্রিকা প্রবেশ পর্যন্ত বৈষ্ণব মতে পুজো। সপ্তমীতে এক দিনের জন্য শ্বশুরবাড়ি আসেন মহাদেব। ওই দিন পুজো হয় শৈব মতে। সন্ধিপুজোর পর বলি হওয়ার পর থেকে তন্ত্রমতে পুজো হয়। পুজোর এই বিশেষ রীতির নাম ত্রিধারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Durga Puja 2024, #Sabarna Roy Choudhury

আরো দেখুন