কলকাতা বিভাগে ফিরে যান

একগুচ্ছ নতুন হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ

September 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০০ ডায়াল নম্বর ছিলই। এবার নাগরিক সুরক্ষায় আরও একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে কলকাতা পুলিশের তরফে সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন হেল্পলাইন নম্বরগুলির ব্যাপক প্রচার করতে হবে।

সেইসঙ্গে থানাগুলিকে সচেতনতা ক্যাম্প আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নিরাপত্তা নয়, হাসপাতাল সংক্রান্ত অভিযোগ, ট্রাফিক সমস্যা ও প্রবীণ নাগরিকদের জন্যও পৃথক হেল্পলাইন চালু করা হয়েছে।

স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য ১৮০০ ৩৪৫ ৫৬৭৮ নম্বরে ফোন করা যাবে। প্রবীণ নাগরিকদের জন্য চালু হয়েছে ৯৮৩০০৮৮৮৮৪ নম্বর। মহিলাদের সুরক্ষায় ১০৯১, অপরাধ দমনে ১০৯০ এবং ট্রাফিক সমস্যার সমাধানে ১০৭৩ নম্বরে ফোন করে সহায়তা পাওয়া যাবে। পুজোর সময় চাঁদা তোলার অভিযোগ মোকাবিলায় ৯৪৩২৬১১০০০ নম্বরে ফোন করে তোলাবাজির অভিযোগ জানানো যাবে। এছাড়াও, ২৪ ঘণ্টার জন্য চালু হয়েছে আরও একটি হেল্পলাইন নম্বর ৮০১৭১০০১০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #Helpline Number

আরো দেখুন