মমতার প্রশংসা ভিনেশের গলায়

কুস্তিগিরদের আন্দোলন চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কীভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন, ভিনেশের কথাতেই তা স্পষ্ট

September 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ভিনেশ ফোগাটের গলায়। যৌন হেনস্তার অভিযোগে বিজেপির প্রাক্তন সাংসদ তথা কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন, খোলাখুলি তা তুলে ধরলেন ভিনেশ ফোগাট।

এক টিভি সাক্ষাৎকারে বিশ্বখ্যাত এই মহিলা কুস্তিগির বলেন, ‘ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বিজেপি তার পাশে দাঁড়িয়েছিল। দাবি করেছিল, কুস্তিগিররা মিথ্যাবাদী। প্রতিবাদে আমরা গঙ্গায় আমাদের মেডেল ভাসাতে গিয়েছিলাম। সেই সময় শুধু কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। ফোন করে অনুরোধ করেন, আমরা যেন মেডেল বিসর্জন না দিই।’

মমতার প্রশংসায় ভিনেশ ফোগাটের মন্তব্য তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাগরিক ঘোষ। কুস্তিগিরদের আন্দোলন চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কীভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন, ভিনেশের কথাতেই তা স্পষ্ট। মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির ফলে প্যারিস ওলিম্পিক্সের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেত্রীও প্রকাশ্যেই ভিনেশের হয়ে সওয়াল করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, দেশের গর্ব এই মহিলা কুস্তিগিরের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। ওইদিন মমতা বলেন, ‘আমি ব্যথিত। যে মেয়েটা সোনা আনতে পারত, তাকে কীভাবে বঞ্চিত করা হল তা আগামী দিনে দেশবাসী জানবে। তবে তাকে সংগ্রামী অভিনন্দন জানাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen