রাজ্য পুলিশে ১২ হাজার নিয়োগ হতে চলেছে, জানালেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোর প্রিন্সিপাল ও সুপারদের সঙ্গে বৃহস্পতিবার নবান্নে মেগা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। তারমধ্যেও দ্রুত গতিতে রাজ্যের সরকারি হাসপাতালের সুরক্ষা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।”
হাসপাতালগুলিতে পর্যাপ্ত সিসিটিভি, পানীয় জল, রেস্ট রুম, ওয়াশ রুম-সহ পরিকাঠামোগত উন্নয়নের কাজে পিডব্লউডির পাশাপাশি এখন থেকে হাসপাতালের অধ্যক্ষদেরও টেন্ডার ডেকে বাকি কাজ দ্রুত শেষ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বন্যার পরিস্থিতিতে পিডব্লউডি-রও অনেক কাজ। তাই প্রিন্সিপালদেরও বলছি, সুরক্ষার কাজ দ্রুত শেষ করতে যা যা প্রয়োজন করুন।”
মুখ্যমন্ত্রী এও জানান, হাসপাতালের সুরক্ষায় এখন থেকে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু করা হবে। এজন্য প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে বলাও হয়েছে। প্রতিটি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আগেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছিল। সেই কমিটি হাসপাতালের সুরক্ষা বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১২ হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। সম্ভবত সোমবার এর অর্ডার আসবে। সেক্ষেত্রে হাসপাতালের সুরক্ষায় আরও জোর দেওয়া যাবে।”
এদিন মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী। উল্লেখ্য, রাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে যাবতীয় সংশোধন করেই চালু হবে রাত্তিরের সাথী।