শুক্রবার থেকেই বাজারে মিলতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোজনরসিক বাঙালির জন্য সুখবরের বার্তা নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার এদেশে পৌঁছেছে পদ্মার রুপোলি শস্য। শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে মিলছে পদ্মার ইলিশ। খুচরো বাজারেও যেতে শুরু করেছে এই মাছ। ৮০০ থেকে ১ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৪৫০ থেকে ১৬০০ টাকায়। রাজ্যে এখনও পর্যন্ত ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। এর মধ্যে হাওড়া পাইকারি বাজারে এখনও পর্যন্ত এসেছে ১০ মেট্রিক টন ইলিশ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রথম লপ্তে ইলিশ ঢুকেছে, তাই দাম অপেক্ষাকৃত বেশি। পরের ধাপে আরও ইলিশ ঢুকলে দাম কমতে পারে।
বাংলাদেশে অচলাবস্থা চলায় এবার ইলিশ আমদানি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নানা টালবাহানার পর ওদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। দু’দেশের আলোচনায় ঠিক হয়, বাংলাদেশ সরকার ভারতে ২,৪২০ টন ইলিশ পাঠাবে। এজন্য ৪৯টি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে তারা। বৃহস্পতিবার পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে এসে পৌঁছয় এই মরশুমের প্রথম পদ্মার ইলিশ। তবে অনেকেই বলছেন, এবারে ইলিশের আকার অন্যান্য বছরের তুলনায় ছোট। এদিন মূলত এসেছে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ।