বাংলাদেশের মসজিদে বিস্ফোরণ, মৃত ১১, অগ্নিদগ্ধ ৩৭
শুক্রবার রাতে প্রকাণ্ড শব্দে বিস্ফোরণ ঘটলে তাতে মসজিদে আগুন লেগে যায়। নমাজ পড়ার জন্য মসজিদে বহু মানুষ এসেছিলেন, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মারা যান ১১জন। আগুনে ঝলসে গিয়েছেন অনেকেই। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকার কাছে শিল্পনগরী নারায়ণগঞ্জে।
স্থানীয় পুলিশকর্তা জায়েদুল আলম জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটেছে নারায়ণগঞ্জের পশ্চিমে বায়াতুস সালা মসজিদে। শুক্রবার রাত ৮.৩০ নাগাদ নমাজ পড়ার জন্য অনেকেই মসজিদে প্রবেশ করেছিলেন। প্রার্থনা শেষে এই ভয়ংকর কাণ্ডটি ঘটে।
শনিবার সকালে জানা গিয়েছে, ওই বিস্ফোরণে ৩৭ জনের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক। তাঁদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। সকলকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর জখমদের মধ্যে মসজিদের ইমাম ও এক কিশোরও রয়েছে। মোট সাতজনের শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালেও বার্ন বিভাগের চিকিত্সক সামন্ত লাল সেন। তিনি জানিয়েছেন, অসংখ্য জনের অবস্থা বেশ গুরুতর।
টিভি স্টেশনের রিপোর্ট অনুযায়ী, মসজিদে বিস্ফোরণ ঘটে কমপক্ষে ছয়টি এসি মেসিন থেকে। তবে দমকলকর্মীরা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিক অনুমান, নারায়ণগঞ্জের মসজিদের মাটির নীচে রয়েছে গ্যাসের পাইপ। সেই পাইপ ফুটো হয়ে মসজিদের ভিতর প্রবেশ করে। বদ্ধ ওই প্রার্থনাগৃহের মধ্যে অনেক গ্যাস জমতে শুরু করে। পরে কেউ বুঝতে না পেরে সুইচবোর্ড থেকে কিছু চালাবার জন্য সুইচ অন করলে তা সশব্দে বিস্ফোরণ ঘটে। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মসজিদ চত্বরে। আগুনের জেরেই এসি মেসিনগুলোও ফেটে যায়।
তবে কীভাবে এই কাণ্ড ঘটল, তা বিষয়ে খোলসা করেনি কেউই। তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ ও দমকল।