প্রয়াত হগওয়ার্টসের প্রফেসর ম্যাকগোনাগল খ্যাত অভিনেত্রী ম্যাগি স্মিথ

শুক্রবার লন্ডনে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। জেকে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের একটি চরিত্র প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল।

September 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হগওয়ার্টসের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ম্যাগি স্মিথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার লন্ডনে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। জেকে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের একটি চরিত্র প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল।

তিনি হগওয়ার্টসের ট্রান্সফিগারেশনের অধ্যাপক। তিনি স্কুলের ডেপুটি হেডমিস্ট্রেসও, সিরিজের শেষে তিনি হেডমিস্ট্রেস হন। লর্ড ভলডেমোর্ট বিরুদ্ধে তৈরি হওয়া ‘অর্ডার অফ দ্য ফিনিক্স’-এর সদস্য ছিলেন ম্যাকগোনাগল। সিরিজের সবকটি সিনেমাতেই অভিনয় করেছিলেন ম্যাগি স্মিথ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen