খেলা বিভাগে ফিরে যান

ISL-এ কোন নজির গড়লেন বাংলার জামাই?

September 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সন্ধ্যায় নয়া নজির গড়লেন সুনীল ছেত্রী। ওগবেচেকে টপকে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার শিরোপা উঠল সুনীল ছেত্রীর মাথায়। পেনাল্টিতে মোহনবাগানের বিশাল কাইথকে পরাস্ত করেন সুনীল। বাগানের জালে বল জড়িয়ে দিতেই আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

১৫৮টি আইএসএল ম্যাচ থেকে সুনীলের গোলসংখ্যা ৬৪। অ্যাসিস্ট ১১। সব মিলিয়ে ৭৫ খানা গোলে তাঁর অবদান রয়েছে। ওগবেচের গোলসংখ্যা ছিল ৬৩। সুনীল ছেত্রী তাঁকে টপকে গেলেন।

উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে ১৫১টি ম্যাচে ৯৪টি গোল রয়েছে তাঁর। দেশের জার্সিতে তাঁকে আর খেলতে দেখা যাবে না। তবে ক্লাবের হয়ে এখনও তিনি খেলছেন। সুনীলের দিকে তাকিয়ে দেশের ফুটবল ভক্তরা। চলতি আইএসএলে সুনীলের পা থেকে আরও চমৎকার গোল দেখার অপেক্ষায় তাঁর অনুগামীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #Sunil Chhetri

আরো দেখুন