অনাবাসী ভারতীয়দের মধ্যে বাড়ছে গার্হস্থ্য হিংসা, সামনে এল NRI সেলের পরিসংখ্যান

প্রবাসী ভারতীয়দের মধ্যেই বধূ নির্যাতনের অভিযোগ বাড়ছে।

September 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ipleaders

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রবাসী ভারতীয়দের মধ্যেই বধূ নির্যাতনের অভিযোগ বাড়ছে। বিয়ের পর পারিবারিক হিংসা, পাসপোর্ট কেড়ে নেওয়া, স্ত্রীকে ছেড়ে স্বামীর অন্যত্র বসবাস, পণের দাবি থেকে সন্তানের হেপাজত নিয়ে আইনি ঝামেলা, সমস্যায় জর্জরিত হচ্ছেন প্রবাসী ভারতীয়দের বিয়ে করা মহিলারা। তাঁরা অনেকেই কেন্দ্রের এনআরআই সেলে ফোন করেন। ২০২২ সালের অনাবাসী ভারতীয় পরিবারে মহিলাদের পরিস্থিতির চিত্র সামনে এল। এক বছরেই ৪০০-র বেশি পরিবারিক হিংসা-সহ নানা অভিযোগ জানিয়ে কেন্দ্রের এনআরআই সেলে ফোন করেছিলেন মহিলারা।

২০২২ সালে এনআরআই সেলে দায়ের হওয়া ৪৮১টি অভিযোগ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভারত সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। দেশে ও দেশের বাইরে অনাবাসী ভারতীয়দের গার্হস্থ্য হিংসার অভিযোগের দেখভাল করে থাকে এনআরআই সেল। রিপোর্টে বলা হয়েছে, এনআরআইকে বিয়ে করলেও বহু মহিলাই স্বামীর সঙ্গে বিদেশে যেতে পারেন না। অনেক সময় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মহিলাদের পাসপোর্ট লুকিয়ে রাখার অভিযোগ সামনে আসে। অনেকে আবার স্বামী কোথায় থাকেন জানেনই না। দেখা গিয়েছে, বিয়ের পর উধাও হয়ে গিয়েছেন স্বামীরা!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen