ফুচকার মণ্ডপ দেখবেন নাকি? যেতে হবে দক্ষিণ ২৪ পরগনার নামখানায়

৩৬ বছরে পা দিল নামখানার নারায়ণপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পুজো।

October 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৩৬ বছরে পা দিল নামখানার নারায়ণপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পুজো।
১২ হাজার ফুচকা, ২০ হাজার শাল পাতার বাটি এবং ছ’হাজার কাঠের চামচ দিয়ে তৈরি হচ্ছে নামখানার নারায়ণপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। তাদের এ বছরের থিম, ‘এস আনন্দ করি’। পুজো কমিটির সূত্রে খবর, বর্তমান সময়ে মানুষের মনে সুখ নেই। সারা বিশ্বজুড়ে অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে শান্তি ফিরিয়ে দিতে এইরূপ থিমের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, নামখানা বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির এ বছরের থিম ‘নারী শক্তি’। পুজো মণ্ডপে কিংবদন্তী মহিলাদের ভাস্কর্য তুলে ধরা হচ্ছে। প্রতিমা মহিষাসুরমর্দিনী। এ বছর এই দুর্গোৎসব ৮৩ তম বর্ষে পদার্পণ করল। নবমীতে কুমারী পুজোর আয়োজন হয়। নামখানার জেটিঘাটে ফ্রেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পুজোর থিম কানামাছি। মণ্ডপ বিভিন্ন মডেলের পাশাপাশি তালপাতার কারুকাজে সেজে উঠছে। ৩১ তম বর্ষে বকখালি পল্লিসমাজ দুর্গোৎসব কমিটির থিম সবুজায়ন। মণ্ডপে কৃত্রিমভাবে নদী ও পাহাড়ের সঙ্গে জঙ্গলকে তুলে ধরা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen