মহেশতলার বেলপুকুর যুবক সঙ্ঘে তৈরি হচ্ছে সন্দেশের দুর্গা

দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে।

October 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দুর্গা, অসুর, সিংহ, লক্ষী-গণেশ-সরস্বতী-কার্তিক তৈরি হচ্ছে সন্দেশ দিয়ে। বেলপুকুর যুবক সঙ্ঘ দুর্গোৎসব কমিটির দুর্গা মূর্তি তৈরিতে একশো কেজিরও বেশি সন্দেশ লাগছে। পিঁপড়ে ও অন্যান্য পোকামাকড় রুখতে মূর্তি ঘিরে বিশেষভাবে তৈরি লক্ষণরেখা টেনে দেওয়ার পরিকল্পনাও নিয়েছেন উদ্যোগক্তারা। মহেশতলা এই ক্লাবটি ১৯৬৫ সাল থেকে পুজো করে আসছে। নিয়ম মেনে ভোগ, আরতি পালন হয়।

দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে। থার্মোকল কেটে তার উপর রঙ দিয়ে গ্লোব ও নানা ধরণের কারুকাজ তৈরি চলছে। একদা রবীন্দ্রনগরে এটাই ছিল একমাত্র পুজো। ব্রিক ফিল্ডের কাছে জাগ্রত সঙ্ঘের দুর্গাপুজো এবার ৪৬-এ পা দিল। সাবেকি ঘরানায় এবার মণ্ডপ এবং প্রতিমা তৈরি হচ্ছে। গার্ডেনরিচ মানবকল্যাণ সমিতি দুর্গোৎসব হরিদ্বারের মন্দিরের আদলে মণ্ডপ গড়ছে। প্রতিমা সাবেকি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen