দেবীপক্ষে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে পুজো পান দুর্গা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে দুর্গা পুজো হয়। তারকেশ্বর মন্দিরের শিব পুজোর কয়েকদিন যাত্রা দেখেন। দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত রাম যাত্রা হয়। তারকেশ্বর মন্দিরে কয়েকশো বছর ধরে দুর্গাপুজো চলছে। এখানে মন্দিরের ভিতরে থাকা পটচিত্রের সামনে ঘট স্থাপন করে দুর্গার পুজো হয়। মহিষাসুর ও দুর্গার বাহন-সহ চার সন্তান থাকেন।
তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহের দরজা দিয়ে প্রবেশ করলে ডানদিকে দেবী দুর্গার পটচিত্র ও বিষ্ণু মূর্তি থাকো। বামদিকে ব্রহ্মা মূর্তি থাকে। মাঝখানে শিবলিঙ্গ। সারাবছর ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ও দুর্গা একই গৃহে থাকেন। দশমীর সকালে তেঁতুলতলায় বেলতলায় ধ্বজা পুজো হয়। দশমীর দিন বিকেলে পালকিতে মহাদেব ও মহারাজের ছবি নিয়ে নীলকন্ঠ পাখি দর্শনে যাওয়া হয়। বন্দুকের গুলির আওয়াজে নীলকন্ঠ পাখি ওড়ানো হত। বর্তমানে বন্দুক দাগার রেওয়াজ বন্ধ। পুজোর চার দিন মন্দিরের পুরোহিতরা প্রসাদ পান।
মন্দিরের ভিতরে ঘট ও পটে দুর্গার পুজো হয়। নাট মন্দিরে দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত চলে রাম যাত্রা। তারকেশ্বরের রাজবাড়ির বারান্দাতেও রাম যাত্রা হয় একাদশীতে। কয়েকশো বছর ধরে একই রীতি মেনে দুর্গাপুজো হয়ে আসছে মন্দিরে। নবমীতে দশটি কুমারী পুজো হয় নাটমন্দিরে। লুচি, সুজি, দুধ, ক্ষীর, ছানা, মুড়কি, নারকেল নাড়ু ভোগ দেওয়া হয়। সন্ধিক্ষণে চালকুমড়ো বলি হয়। নবমীতে চাল কুমড়ো, গোঁড়া লেবু, আদা ও আখ বলি দেওয়ার রেওয়াজ রয়েছে।