কেন্দ্র গুজরাট, ত্রিপুরা, মণিপুরকে বন্যার ত্রাণে অর্থ দিলেও বাংলাকে বঞ্চিত রাখছে, উঠছে প্রশ্ন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে হুগলি, পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে রবিবার দুপুরে বিমান ধরলেন তিনি। উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আবারও এক বার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার বন্যার কেউ খোঁজও নেয়নি। রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনও রকম সাহায্য মেলেনি বলেও অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা টাকাও কেউ দেয়নি। কেউ খোঁজ নেয়নি।’’
এরই মধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার সন্ধ্যায় গুজরাট, ত্রিপুরা এবং মণিপুরের জন্য এনডিআরএফ থেকে ৬৭৫ কোটি টাকার বন্যা ত্রাণ ঘোষণা করেছে। অথচ পশ্চিমবঙ্গ যখন ভয়াবহ বন্যার সম্মুখীন, তখন এক টাকারও ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করল না কেন্দ্র। ফলে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ উঠছে কেন্দ্রের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, নরেন্দ্র মোদীর কাছে গুজরাতের মানুষের মূল্য আছে কিন্তু বাংলার মানুষের কোনও মূল্য নেই। তাদের প্রশ্ন মোদী কি কেবল গুজরাতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নন?