“OPD-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তারেরা”, সুপ্রিম নির্দেশ উপেক্ষা করে আজ থেকে শুরু কর্মবিরতি
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবারও পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা। আজ, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। শনিবারের জিবি বৈঠকে তাঁরা হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। সোমবার শেষ রাত পর্যন্ত চলা দীর্ঘ আট ঘণ্টার জিবি বৈঠকের পর জুনিয়র ডাক্তারেরা ফের কর্মবিরতিতে নামলেন। মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে, দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে, জুনিয়র ডাক্তারেরা কেন সব পরিষেবার কাজ করছেন না। রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। তাঁরা বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না। তাতে আপত্তি জানান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি দাবি করেন, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবা কথা বলা হচ্ছে? তাহলে কি সকল চিকিৎসক সব কাজ করছেন না? ইন্দিরা জানান, জুনিয়র ডাক্তারেরা জরুরি পরিষেবায় রয়েছেন। জরুরি পরিষেবার মধ্যে ওপিডি ও আইপিডি— উভয়ই পড়ে। প্রধান বিচারপতি বলেন, হাসপাতালের বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রগুলি-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তারেরা। আগামী ১৪ অক্টোবর এই মামলার ফের শুনানি সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানো-সহ হাসপাতালগুলিতে নিরাপত্তা ও পরিকাঠামো সংক্রান্ত কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানো-সহ সমস্ত কাজ শেষ করতে হবে। এখন প্রশ্ন উঠছে, আর কতদিন সরকারি হাসপাতালে আসা রোগীরা বিনা চিকিৎসায় ফিরবেন? কতদিন চলবে কর্মবিরতি?