আগামীকাল মহালয়া, জেনে নিন বাড়িতে বসে তর্পণের উপায়

আগামীকাল মহালয়া। এদিনে সাধারণত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়।

October 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামীকাল মহালয়া। এদিনে সাধারণত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। বিশ্বাস করা হয় যে এদিন প্রার্থনা করলে পূর্বপুরুষরা নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এই দিনে জল পেয়ে পূর্বপুরুষরা আশীর্বাদ করেন।

মহালয়া হল পিতৃপক্ষ-দেবীপক্ষের সন্ধিদিন। ভাদ্রের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ। এই দিনগুলিতে ব্রহ্মার আদেশে কুলপতিরা মনুষ্যলোকে আসেন। তাঁদের উদ্দেশ্যে অর্পণ করার রীতিই হল তর্পণ করা। লোকবিশ্বাস মতে, মহালয়ের দিনে পিতৃপুরুষদের স্মরণ করা হয় এবং তর্পণ করা হয়।

গঙ্গাজল, তিল, সাদা ফুল, কুশ ইত্যাদি দিয়ে তর্পণ করা হয়, তবে অনেক সময় তর্পণের জন্য গঙ্গায় বা নদীতে যাওয়া সম্ভব হয় না। ব্রাহ্মণ বাড়িতে ডেকে তর্পণ করা যেতে পারে।
একটি প্রচলিত ধারণা ছিল যে, মেয়েরা তর্পণ করতে পারে না। কিন্তু পরবর্তীতে এসব নিষেধাজ্ঞা অচল হয়ে গিয়েছে। মেয়েরাও তর্পণ করতে পারে। মহালয়া পিতৃপক্ষের শেষ দিন। পরদিন শুক্ল প্রতিপদে দেবীপক্ষ শুরু হয়। সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত ১৫ দিন দেবীপক্ষ থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen