জলপাইগুড়ির তোতাপাড়ায় আদিবাসী রমণীর মতোই সাজানো হয় দেবী দুর্গাকে

বানারহাট ব্লকের জঙ্গল ঘেরা তোতাপাড়া বনবস্তির গভীর জঙ্গলের ভিতরে রয়েছে মা দুর্গার অস্থায়ী মন্দির।

October 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়ায় পুজো নিতে আসে হাতির দল। দিনের আলো শেষ হওয়ার আগে পুজো সেরে গ্রামে ফেরেন আদিবাসীরা।

বানারহাট ব্লকের জঙ্গল ঘেরা তোতাপাড়া বনবস্তির গভীর জঙ্গলের ভিতরে রয়েছে মা দুর্গার অস্থায়ী মন্দির। পুজোর মূল দায়িত্বে থাকেন বনদপ্তরের আধিকারিকরা। মূলত এলাকাটি হাতির করিডর হিসেবে পরিচিত। জঙ্গলের অন্দরে বন্যপ্রাণীর আক্রমণের ভয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দল বেঁধে পুজো দিতে যান। দিনের আলো থাকতে থাকতেই পুজো সেরে ঘরে ফেরেন। এখানে দেবী দুর্গা আদিবাসী বধূর সাজে আসেন। আদিবাসী রমণীর মতোই সাজানো হয় দেবী দুর্গাকে। আদিবাসীদের মাদলের তালেই মাকে বরণ করে নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen