অপরিশোধিত তেলের দাম কমার সুফল ঘরে তুলছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত কয়েক বছর ধরেই দেশে জ্বালানির দাম বেশ চড়া। বহু রাজ্যেই পেট্রলের দর একশো টাকার উপরেই ঘোরাফেরা করছে। ডিজেলের দাম লিটার ৯০ থেকে ৯২ টাকা। পেট্রপণ্যের দাম সরাসরি প্রভাব ফেলে মুদ্রস্ফীতিতে। স্বাভাবিকভাবেই জ্বালানির চড়া দাম পরিবহণের খরচ বাড়িয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম লাগাম ছাড়িয়েছে। আগুন লেগেছে হেঁশেলেও। এই অবস্থায় জ্বালানির দাম কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার দাবি জোরালো হয়েছে। কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন রীতিমতো তথ্য তুলে ধরে বলেছিলেন, গত দশ বছরে মোদী সরকারের আমলে অশোধিত তেলের দাম ২৪ শতাংশ কমলেও পেট্রলের দাম বেড়েছে ৩০ শতাংশ।
এই পরিস্থিতিতে আইসিআরএ (ইক্রা)-র সাম্প্রতিক রিপোর্ট বলছে, অশোধিত তেলের দাম কমার জেরে ইন্ডিয়ান অয়েল, ভারত ও হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো সংস্থাগুলির জ্বালানির খুচরো বিক্রিতে লাভের পরিমাণ লাফিয়ে বেড়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে কোম্পানিগুলি পেট্রলে লিটার পিছু ১৫ টাকা ও ডিজেলে ১২ টাকা লাভ করছে। আইসিআরএ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিরিশকুমার কদম একথা জানিয়েছেন। খুচরো বিক্রিতে এই লাভের হাত ধরে ২০২৩-২৪ অর্থবর্ষে বিপুল মুনাফা হয়েছে কোম্পানিগুলির। তেল কোম্পানিগুলির সম্মিলিত মুনাফার পরিমাণ ৮৬ হাজার কোটি টাকা ছুঁয়েছে। আগের অর্থবর্ষের তুলনায় তা ২৫ গুণ বেশি। খোদ পেট্রলিয়াম মন্ত্রক এই তথ্যে সিলমোহর দিয়েছে।