কলকাতা বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্তের নথিতে সই করেছেন মেনে নিয়েও নতুন যুক্তি দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা

October 1, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্ত আরজি করে করা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রথম থেকেই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস একটি নথি পোস্ট করেছিল। তাতে দাবি করা হয়েছিল, জুনিয়র ডাক্তারেরাই চেয়েছিলেন ময়নাতদন্ত হোক আরজি করে এবং ময়নাতদন্তের নথিতে সই রয়েছে তঁদের। এই আবহে মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা মেনে নেন, উল্লেখিত নথিতে তাঁদের স্বাক্ষর ছিল।

সোমবার রাতভর জেনারেল বডি মিটিংয়ের পর মঙ্গলবার ভোরে সাংবাদিক বৈঠক করে তাঁরা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। ঘটনার দিন ময়নাতদন্ত নিয়ে ঠিক কী কী ঘটেছিল, তা জানালেন জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনকারীদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ।

তিনি বলেন, ‘‘ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট সকালে আমরা প্রথমে খবর পাই, চেস্ট বিভাগের সেমিনার রুমে এক পিজিটি ছাত্রী আত্মহত্যা করেছেন। আমরা সেখানে যাই। গিয়ে বুঝতে পারি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাঁকে। তখনই আমরা ময়নাতদন্তের জন্য চাপ দিই। আমরা চেয়েছিলাম, একটা খুনের ঘটনাকে যাতে আত্মহত্যার দিকে গড়িয়ে দেওয়া না হয়। আমাদের সই ছিল ময়নাতদন্তের নথিতে। তবে তা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

আরও পড়ুন: “OPD-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তারেরা”, সুপ্রিম নির্দেশ উপেক্ষা করে আজ থেকে শুরু কর্মবিরতি

এর পর কিঞ্জল বলেন, ”ময়নাতদন্ত নিয়ে সমাজমাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। ওখানে জুনিয়র ডাক্তারদের সই থাকলেও ময়নাতদন্তে স্বচ্ছতার দায় আমাদের নয়। আমরা চেয়েছিলাম শুধু যেন কোনওভাবেই ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া না হয়। আমাদের স্বল্প জ্ঞানে সেই চেষ্টাই করেছিলাম। সমাজমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar case, #Junior Doctor’s Protest, #junior doctors, #RG Kar Incident

আরো দেখুন