রাজ্য বিভাগে ফিরে যান

আজ মহালয়া, জেলায় জেলায় শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

October 2, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মহালয়া। আজই হাওড়া ও হুগলির শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। উলুবেড়িয়া, বাগনান, আমতা, জয়পুর, রাজাপুর, পেঁড়ো, বাউড়িয়ার ১২টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব এবং উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। এছাড়াও আমতার শান্তিকানন ও জোৎকল্যাণ বিপ্লবী সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোও উদ্বোধন করবেন তিনি।

জয়পুরের ধাঁইপুর তরুণ সঙ্ঘ, উদয়নারায়ণপুরের পেঁড়ো নেতাদি সঙ্ঘ, রাজাপুরের নেতাজি সঙ্ঘ ক্লাব, বিনয় বাদল দীনেশ যুব সঙ্ঘ, উত্তর পীরপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাউড়িয়ার রামেশ্বরনগর যুব গোষ্ঠী, বাগনানের খালোড় যুব সঙ্ঘ, বরুন্দা বিবেকানন্দ পল্লি কল্যাণ সমিতির পুজোরও উদ্বোধন করবেন তিনি। ভার্চুয়াল উদ্বোধনে পুজো মণ্ডপগুলিতে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ছাড়াও সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

হুগলিতে প্রায় ১৫টি দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত উদ্বোধন অনুষ্ঠানই ভার্চুয়ালভাবে হবে। হুগলির চণ্ডীতলা-২ ব্লকের নবজাগরণ সঙ্ঘের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিস কমিশনার ও গ্রামীণ পুলিস সুপার উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে জেলা প্রশাসনের বিশিষ্টরাও মণ্ডপগুলিতে উপস্থিত থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #durga Pujo, #Festival, #durga puja, #Inaugurate

আরো দেখুন