পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

পেটকাটি দুর্গার কাহিনি জানেন?

October 3, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: আজকাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গা খেয়ে ফেলেছিলেন পুরোহিতের কন্যাকে, তারপর মেলে স্বপ্নাদেশ; প্রতিমার পেট কেটে উদ্ধার হয়েছিল পুরোহিতের নিখোঁজ জীবন্ত কন্যা। মুর্শিদাবাদের সূতির গদাইপুরে বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রায় ৩৫০বছরের পেটকাটি দুর্গাপুজোকে ঘিরে এমন কাহিনি প্রচলিত রয়েছে।

একদা সন্ধিপুজোর সময় পুরোহিতকন্যা পুজোর জোগান দিচ্ছিল। হঠাৎই কিশোরীটি উধাও হয়ে যায়। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখা যায়, দুর্গাপ্রতিমার মুখে পুরোহিত কন্যার পোশাকের অংশ লেগে রয়েছে। মেয়েকে খুঁজে না পেয়ে দেবীর কাছে হত্যে দেন পুরোহিত এবং তাঁর স্ত্রী। দেবী সেই রাতেই স্বপ্নাদেশ দেন, বলি বন্ধ করায় তাঁদের কন্যার রূপে মুগ্ধ হয়ে দেবী খেয়ে ফেলেছেন। পুজোয় ছাগবলি দিয়ে দেবীকে সন্তুষ্ট করে প্রতিমার পেট কেটে মেয়েটিকে উদ্ধার করতে হবে। ছাগবলির পর প্রতিমার পেট কেটে জীবন্ত কিশোরীকে উদ্ধার করা হয়।

তারপর থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী পেটকাটি দুর্গা নামে পরিচিতি পায়। গদাইপুর গ্রাম পেটকাটি দুর্গাপূজার জন্যই বিখ্যাত হয়ে উঠেছে। মা খুবই জাগ্রত। দেশের নানান প্রান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন করেন। আশীর্বাদ নিয়ে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #durga Pujo, #murshidabad, #Petkati Durga, #Banerjee family'

আরো দেখুন