পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

নবদ্বীপের চিন্তামণি কুঞ্জে দু’শো বছর ধরে কাত্যায়নী মন্ত্রে পূজিতা হচ্ছেন দুর্গা

October 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবদ্বীপের বউবাজার বড়পাঠক বাড়ির চিন্তামণি কুঞ্জে ‘কাত্যায়নী’ মন্ত্রে দেবী দুর্গার পুজো হয়। পুজোর বয়স ২১৫ বছরের বেশি। আগে চিত্রপটেই পুজো হত। গত পাঁচ বছর ধরে মন্দিরের এক ঘরে মৃন্ময়ী মূর্তিতে পুজো হচ্ছে।

পুজো শুরু করেছিলেন কুঞ্জের প্রতিষ্ঠাতা রামসুন্দর বিদ্যালঙ্কার। উল্লেখ্য, এই কুঞ্জের মন্দিরে গৌর গদাধর, রাধা গোবিন্দ এবং প্রাচীন প্রায় সাড়ে তিনশো বছরের শালগ্রাম শিলা সারা বছর পুজো পায়। দুর্গাপুজোর দিনগুলিতে দেবী দুর্গার পাশাপাশি অন্যান্য বিগ্রহগুলিকে আলাদাভাবে পুরোহিত পুজো করেন। বৈষ্ণব মন্দিরে দেবী দুর্গার পুজোর ষষ্ঠীতে পঞ্চব্যঞ্জন-সহ অন্নভোগ দেওয়া হয়। সপ্তমীতে অন্ন কচুর শাক, অষ্টমীতে খিচুড়ি, নবমীর ভোগে কচু-সহ পাঁচ তরকারি আর দশমীতে দেবীকে পান্তাভোগ দেওয়া হয় ।

শ্রীমদ্ভাগবত মহাপুরাণ মতে, দ্বাপর যুগে কৃষ্ণকে পেতে কাত্যায়নী আরাধনা করেছিলেন ব্রজ গোপীগণ। আজকও বৈষ্ণব সমাজ এই ব্রত পালন করেন। এখানে কাত্যায়নী মন্ত্রে দেবী দুর্গার পুজো হয়। দশ মহাবিদ্যার একটি রূপ কাত্যায়নী। বৈষ্ণবেরা দেবী দুর্গাকে কাত্যায়নী রূপে পুজো করে। এখানে সন্ধিপুজোর বিশেষ আকর্ষণ ১০৮টি ঘৃত প্রদীপ নিবেদন। পুজো দেখতে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Nabadwip, #Durga Puja 2024, #Chintamani Kunj

আরো দেখুন