পোর্ট ট্রাস্টের পর এবার শিয়ালদহ স্টেশনও শ্যামাপ্রসাদের নামে করতে চায় বিজেপি!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবার নামবদলের রাজনীতি! এবার খোদ বাংলায় বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। স্বাভাবিকভাবেই শমীকের এই দাবি ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শমীককে পালটা তোপ দেগেছে তৃণমূলও।
প্রসঙ্গত কবছর আগেই কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদলে রাখা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট।
আরও পড়ুন: কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদল নিয়ে মামলা ফরওয়ার্ড ব্লকের
বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রী।সেই অনুষ্ঠানেই এই দাবি রাখেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।