রাজ্য বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টকেও হুমকির সুরে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের!

October 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করে বসলেন জুনিয়র চিকিৎসকেরা! হুমকির সুরে জুনিয়র ডাক্তাররা বললেন, ‘সুপ্রিম কোর্টে যেন মনে রাখে, আমাদের দামিয়ে রাখা যাবে না’। এখনই কর্মবিরতি তুলে নারাজ তাঁরা।

ফের আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার দিনে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করলেন তাঁরা। তারপর ধর্মতলায় মহাসমাবেশ। ধর্মতলার সমাবেশে আন্দোলনকারী চিকিৎসকেরা বলেন, “প্রয়োজন হলে দিল্লি যাব। সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানির দিন কার্যত ভর্ৎসনার মুখে পড়েন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জয়সিংহ। তাঁর কাছে প্রধান ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, “ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন?” জবাবে ইন্দিরা জানান, “হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা সবাই ইমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন।” প্রধান বিচারপতির পাল্টা মন্তব্য, “আপনি কথার উত্তর দিন। ডাক্তাররা কি ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন?” জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, “হ্যাঁ, সবই তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে।” জবাবে সন্তুষ্ট হননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “আমি ওপিডি ও আইপিডি সার্ভিসের কথা বলছি।” সাফ জানান, ডাক্তারদের ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। এরপর জুনিয়র চিকিৎসকেরা হুঁশিয়ারি দিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#WBJDF, #RG Kar Issue, #junior doctors, #RG Kar Incident, #Junior Doctors Cease Work

আরো দেখুন