রাজ্য বিভাগে ফিরে যান

পুজোয় টানা ১৬ দিন ছুটি থাকবে সরকারি দপ্তরগুলিতে

October 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পুজোয় শনি ও রবিবার নিয়ে টানা ১৬ দিন ছুটি থাকবে সরকারি অফিসগুলিতে। ২১ অক্টোবর সোমবার ফের সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে এই দীর্ঘ ছুটির সময় প্রশাসনিক জরুরি কাজ চালাতে যাতে কোনও অসুবিধা না-হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির সময় নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে টানা ১২ ঘণ্টা কাজ করার জন্য কর্মীদের রোস্টার তৈরি করা হয়েছে। কন্ট্রোল রুমসহ বিভিন্ন অফিসে পুজোর ছুটির সময় যাঁরা কাজে যাবেন, তাঁদের জন্য খোলা থাকবে নবান্নের ক্যান্টিন।

জেলাগুলিতেও বিশেষ কন্ট্রোল রুম চালু থাকছে। সেচদপ্তরের কন্ট্রোল রুম চালু থাকবে উৎসবের সময়। সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের সব সরকারি অফিসে এই দীর্ঘ ছুটির সময় শনি ও রবিবার এবং কয়েকটি বিশেষ দিন ছাড়া প্রতিদিনই কিছু কর্মী ও আধিকারিককে জরুরি কাজের জন্য যেতে হবে। এজন্য‌ সব অফিসে কর্মীদের রোস্টার তৈরি করা হয়েছে। অনেক কর্মীকে ছুটির সময় এক বা দু’দিন অফিস করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Holiday

আরো দেখুন