ISL 2024-25: কোচ বদলেও হাল ফিরল না, জামশেদপুরের বিরুদ্ধে ২-০ গোলে হারল ইস্টবেঙ্গল

অসংখ্য গোলের সুযোগ মিস করে জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হার মানল ২-০ গোলে।

October 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কার্লেস কুয়াদ্রাতের বিদায়েও ছবিটা বদলাল না। অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ আশা করেছিলেন জামশেদপুর ম্যাচেই ‘ঘুরে দাঁড়াবে’ ইস্টবেঙ্গল। আশা তো করেছিলেন ভক্তরাও। কিন্তু কোথায় কী? কোচ বিদায়েও পয়েন্টের খাতা খুলল না লাল-হলুদের।

অসংখ্য গোলের সুযোগ মিস করে জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হার মানল ২-০ গোলে। এদিন অন্তত আটটি গোল করতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ফুটবল দেবতা বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের থেকে। নইলে জামশেদপুরের বিরুদ্ধে ক্লেটন সিলভা, মাদি তালাল, সউল ক্রেসপোরা যা সুযোগ নষ্ট করলেন তা ময়দানে করলে মাঠ ছাড়তে সমস্যা হত। পেনাল্টি ফস্কালেন ক্রেসপো। দু’টি শট পোস্ট ও বারে লাগল। ফাঁকা গোলেও বল ঠেলতে পারলেন না ক্লেটন। তার খেসারত দিতে হল দলকে। চলতি আইএসএলে টানা চারটি ম্যাচ হারল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen