বিবিধ বিভাগে ফিরে যান

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুগ্গাপুজো করছেন টুঙ্গির মহিলারা

October 6, 2024 | < 1 min read

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুগ্গাপুজো করছেন টুঙ্গির মহিলারা। প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেয়ের টাকা মাতৃ আরাধনা, সীমান্ত টুঙ্গিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দেবী দুর্গার পুজো করছেন মহিলারা। এই প্রথম টুঙ্গিতে মহিলাদের পরিচালনায় পুজো হচ্ছে। টুঙ্গি পল্লিবাসী বৃন্দর পুজো ঘিরে উৎসাহ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। প্রতিমা হচ্ছে সাবেকি সাজে। মণ্ডপ তৈরির কাজ চলছে। আলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গোটা চত্বর। অষ্টমীর দিন এলাকায় ভোগ বিলি করা হবে। গোটা পুজোর দায়িত্বে মহিলারা। মহিলারাই ঢাক বাজাবেন, চাঁদা তোলা থেকে পুজোর সমস্ত কাজ নিজের হাতে করছেন মহিলারা।

আরও পড়ুন: নবদ্বীপের শ্রীশ্রী রাধা মদনগোপাল মন্দিরে বৈষ্ণব মতে পূজিত হন দেবী দুর্গা

পুজো কমিটির সম্পাদক রত্না দালালের স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। অভাবের মধ্যে থেকেও লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা দিয়ে পুজো করছেন রত্না। ওই এলাকা থেকে কিছুটা দূরে দুর্গা পুজো হয়। সেখানে আনন্দ উৎসব করতে পারতেন না টুঙ্গির মানুষেরা। এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন, যাঁরা পুজোর সময় দেবীর মুখ দেখতে পারেন না। তাই মহিলারা সিদ্ধান্ত নেন লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা দিয়ে পুজো করবেন। সেইমতোই পুজো হচ্ছে। এলাকায় ৪০ জন লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা করে দিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lakshmir Bhandar, #Durga Puja 2024, #Tungi, #Women empowerment

আরো দেখুন