বৃষ্টি উপেক্ষা করে তৃতীয়া থেকেই শহরের উত্তর-দক্ষিণে নামল ভিড়ের ঢল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তৃতীয়ার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় ভিড় জমতে শুরু করেছিল মণ্ডপে মণ্ডপে। সন্ধ্যায় তা কার্যত জনজোয়ারের আকার নিল। জনসমাগম দেখে বোঝার উপায় ছিল না রবিবার তৃতীয়া, নাকি মহাষষ্ঠী! মানুষজন প্রতিমা-দর্শনে বেরোলেন, কেউ আবার শেষ মুহূর্তের কেনাকাটা সারতে এসে ঢুঁ মারলেন নানান মণ্ডপ চত্বরে।
মহালয়ার পর থেকেই রাতের দিকে ভিড় জমছে শহরের একাধিক পুজোমণ্ডপে। ভিড় শুরু হল বেলা বাড়তেই। মানুষের ঢল আভাস দিচ্ছে, পুজোর বাকি দিনগুলিতে কী পরিমাণ ভিড় হতে পারে।
রবিবার দুপুরে গড়িয়াহাট, রাসবিহারী এলাকার একাধিক মণ্ডপে পা ফেলার জায়গা ছিল না। উদ্বোধন এখনও না হলেও দেশপ্রিয় পার্কের পুজোর মণ্ডপ দেখার জন্য ঢুকে পড়েন অনেকেই। দুপুরে পরিস্থিতি এমন হয় যে, কর্তৃপক্ষ ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ত্রিধারার প্রতিমা দেখতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুর থেকেই ছিল লম্বা লাইন। পরিস্থিতি সামলাতে নামতে হয় স্বেচ্ছাসেবকদের। আলিপুর এবং চেতলার পুজোগুলিও ভিড় ছিল। উত্তরে হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, কলেজ স্কোয়ারে মণ্ডপ ঘুরতে দেখা যায় অনেককে।