শহরের সব দোকানের সাইনবোর্ডে ব্যবহার করা হোক বাংলা, আর্জি মহানাগরিকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা, ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর উপায় ভাবা হচ্ছে। শহরের ব্যবসায়ীদের কাছে মেয়র ফিরহাদ হাকিমের আর্জি, সমস্ত দোকানের সাইনবোর্ডে প্রথম ব্যবহার করা হোক বাংলা।
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়ছিল রাজ্য। গবেষণার রিপোর্ট কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয়েছিল। বহু চেষ্টার পরেও বাংলার মতো সমৃদ্ধ, সৃষ্টিকর্মের ভাষা ধ্রুপদী স্বীকৃতি পাচ্ছিল না। বাংলার প্রতি কেন্দ্রের ‘বঞ্চনা’র অভিযোগও করা হয়েছিল। অবশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। তারপর থেকে পুরসভার অন্দরে আলোচনা চলছে, কীভাবে বাড়ানো যায় বাংলায় ভাষার ব্যবহার।
মহানাগরিক জানান, “শহরের সমস্ত ব্যবসায়ীদের অনুরোধ করছি, বাংলায় যখন আমরা রয়েছি তখন দোকানের সমস্ত সাইনবোর্ডে আগে বাংলায় লিখুন নাম। তার পর হিন্দি বা যে ভাষা ভালো লাগবে তা দেবেন। সাইনবোর্ডে সবার আগে বাংলায় লেখা হলে বাংলার মানুষেরও দেখতে সুবিধা হবে। আমরা নিজেরাও গর্ব অনুভব করবে। বাঙালি হিসেবে আমি অত্যন্ত গর্বিত। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ প্রাপ্য।”