ধনেখালির ঘোষ পরিবারের পুজো হয় হর-পার্বতী দুর্গার

ধনেখালি ব্লকের গুড়বাড়ি ঘোষ পরিবারের হর-পার্বতী পুজো হচ্ছে ২৩৬ বছর যাবৎ।

October 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধনেখালি ব্লকের গুড়বাড়ি ঘোষ পরিবারের হর-পার্বতী পুজো হচ্ছে ২৩৬ বছর যাবৎ। রানি রাসমণির টাকায় গড়ে উঠেছিল ঘোষ পরিবারের শিব, নারায়ণ ও দুর্গা মণ্ডপ। ঘোষদের আরাধ্য দেবতা শিব ও বিষ্ণু। চার হাতের শিব ও দু’হাতের পার্বতী পুজো হয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত। মহিষাসুর থাকে না, একচালা প্রতিমায় সঙ্গে থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী।

১৭৮৮ সালে এই দুর্গা পুজোর সূচনা হয় রামসাগর ঘোষের হাতে। তিনি ছিলেন রানি রাসমণির স্টেটের কর্মী। স্টেটের কাজ ছেড়ে দেওয়ার সময় রানি উপহারস্বরূপ অর্থ প্রদান করেন তাঁকে, সেই টাকাতেই গড়ে ওঠে জোড়া শিব, বিষ্ণু ও দুর্গা মণ্ডপ। এই পুজোয় প্রাধান্য পান মহাদেব। নিত্য পুজো হয় ঘোষবাড়ির জোড়া শিব ও বিষ্ণুমন্দিরে। ভক্তদের বিশ্বাস, ঘোষবাড়ির জোড়া শিবলিঙ্গে শিবরাত্রির দিন জল ঢাললে পুণ্য হয়।

মহাদেবকে কেন্দ্র করে পুজোর আয়োজন হয়। তারপর আরম্ভ হয় দুর্গাপুজো। মহিষাসুর নেই। দেবীর দু’হাত। মহাদেবের চার হাত। বলি প্রথা নেই। নবমীতে কুমারী পুজো হয়। দেবী দর্শনে প্রতিবছর বহু মানুষ ভিড় করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen