← দেশ বিভাগে ফিরে যান
জম্মু-কাশ্মীরে এগিয়ে ইন্ডিয়া জোট, ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ওমর আবদুল্লা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় এখনকার প্রবণতা অনুযায়ী আবদুল্লাদের দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে। ইতিমধ্যেই কংগ্রেস জোট অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: হরিয়ানা বিধানসভা নির্বাচন: জোটহীন কংগ্রেসকে ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে বিজেপির রথ
জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট ৪৭টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি এগিয়ে মাত্র ২৮টি আসনে। ভোটগণনায় যদি এই ধারা বজায় থাকে, তাহলে এখানে সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট এবং মুখ্যমন্ত্রী হিসেবে আরও একবার শপথ নেবেন ওমর আব্দুল্লা। গান্দেরবাল এবং বাদগাম, দুই কেন্দ্রেই জিতছেন ওমর আবদুল্লা।