১৩ নভেম্বর রাজ্যের ছয় আসনে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের, দেখুন ভিডিও

নির্বাচন কমিশন খুব তাড়াতাড়িই এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে ভাবা হচ্ছে।

October 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নভেম্বরেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। মূলত যে বিধায়করা লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচন হয়েছেন, তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হবে। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, হাড়োয়া ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে।

নির্বাচন কমিশন খুব তাড়াতাড়িই এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে ভাবা হচ্ছে।

ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২১ সালের ভোটে ৫টি ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট কেন্দ্রে বিজেপি জিতেছিল।

প্রসঙ্গত, বসিরহাট লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে কারণ সাংসদ হাজী নুরুল ইসলামের প্রয়াণ হয়েছে। তিনি ৩,৩৩,৫৪৭ ভোটের লিড নিয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলন করে জানায়, বাংলার ছয় বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ভোটের গণনা হবে ২৩ নভেম্বর। লোকসভা উপনির্বাচন কবে হবে তা জানানো হয় নি। বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা সংক্রান্ত মামলা চলায়, এখনই ওই আসনে উপনির্বাচন হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি