বিনোদন বিভাগে ফিরে যান

মানসিক রোগে আক্রান্ত আলিয়া

October 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জটিল মানসিক রোগে আক্রান্ত বর্তমান সময়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। সে জন্য চিকিৎসাও চলে তাঁর।

তিনি স্টার কিড। তবে ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে কম পরিশ্রম করতে হয়নি আলিয়া ভাটকে। অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রোগের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। আলিয়া জানান, তিনি ‘এডিএইচডি’ (অ্যাটেনশন ডেফিসিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত।

মানসিক অস্থিরতা, অতিরিক্ত উত্তেজনা এই রোগের লক্ষণ। কোনও কাজে মন দিতে সমস্যা হয়। মনঃসংযোগ হারিয়ে ফেলেন রোগী। আলিয়ারও এসব কিছুই হতো। তার প্রভাব পড়ত পড়াশোনা সহ অন্যান্য কাজেও। চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। তাও রোগের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নন। আলিয়া জানিয়েছেন, একমাত্র ক্যামেরার সামনে থাকলে তাঁর এই সমস্যা হয় না। অভিনয় তাঁকে ভালো রাখে। আর ব্যক্তি জীবনে কন্যা রাহার সঙ্গে থাকলে কখনও কোনও সমস্যা হয় না বলে জানিয়েছেন আলিয়া। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘জিগরা’। এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন দর্শক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Alia Bhatt, #Bollywood, #mental illness, #Diagnosis

আরো দেখুন