#Breaking শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন
শুক্রবার সকালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় রোগীদের। অগ্নিকাণ্ডের পরই মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পরিবারের দাবি, ধোঁয়ায় তাঁর মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সকালে খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হাসপাতালে ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ভোরে যখন হাসপাতালে আগুন লাগে, তখন অনেকেই ঘুমিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে অধিকাংশ রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ডের আশপাশ থেকে তো বটেই, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিন তলা থেকেও রোগীদের নামিয়ে আনা হয়। কোনও কোনও রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে।