রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের দুগ্ধ সমবায় সুন্দরিনী জিতল আন্তর্জাতিক পুরস্কার, আবার সেরা বাংলা

October 19, 2024 | < 1 min read

রাজ্যের দুগ্ধ সমবায় সুন্দরিনী জিতল আন্তর্জাতিক পুরস্কার, আবার সেরা বাংলা। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারের দুগ্ধ সমবায় সুন্দরিনী (সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন অ্যান্ড লাইভস্টক প্রডিউসারস ইউনিয়ন) এবং এনডিডিবি একসঙ্গে আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন থেকে একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।

ফ্রান্সের প্যারিসে শুক্রবার উদ্ভাবনী এবং টেকসই চাষাবাদ অনুশীলনের জন্য অনুষ্ঠিত তৃতীয় IDF ডেইরি ইনোভেশন অ্যাওয়ার্ডে এই পুরস্কারটি পেয়েছে বাংলার মহিলাদের পরিচালিত এই সমবায় সংস্থা। এই ক্ষেত্রে বিশ্বব্যাপী ১৫৩টি এন্ট্রির মধ্যে বিজয়ী হয়েছে বাংলা।

সুন্দরিনী, রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে একটি সমবায় দুধ ইউনিয়ন, যা দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪,৫০০ জন মহিলা কৃষককে নিয়ে গঠিত যেখানে দৈনিক২০০০ লিটার দুধ এবং প্রতিদিন ২৫০ কেজি প্রক্রিয়াজাত দুধের পণ্য উৎপন্ন হয়।

২০২৩-২৪ সালে, এই দুধ ইউনিয়ন সুন্দরবনের গ্রামীণ মহিলাদের জন্য প্রায় ৪ কোটি টাকা আয়ের ব্যবস্থা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sundarini milk, #West Bengal, #sundarban, #award, #Sundarini

আরো দেখুন