২০০০ টাকা ভাড়া – ১৩ ঘন্টায় দিল্লি থেকে কাশ্মীর পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কম সময়ে, আরামে ট্রেনে কাশ্মীর যাবেন? পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার ট্রেন। শীঘ্রই নতুন দিল্লি থেকে শ্রীনগরের মধ্যে যাত্রা শুরু করতে চলেছে এই বিশেষ ট্রেন। রেল সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে এই ট্রেন চালু হয়ে হবে।
এই বিশেষ স্লিপার ক্লাস ট্রেনে থাকছে এসি 3A, এসি 2A, এবং এসি ফার্স্ট ক্লাসের (1A) মতো সুবিধা। ট্রেনটি সম্পূর্ণ আধুনিক এবং উন্নত মানের প্রযুক্তি দিয়ে সজ্জিত, যাতে যাত্রীরা আরাম এবং সুবিধার অভিজ্ঞতা পান।
জানা যাচ্ছে, ট্রেনটি নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে, পরের দিন সকাল ৮টার মধ্যে শ্রীনগরে পৌঁছে দেবে যাত্রীদের। প্রায় ৮০০ কিমি পথ ১৩ ঘণ্টারও কম সময়ে অতিক্রম করবে ট্রেনটি।
কোন কোন শহরে থামবে:
রেল সূত্রের খবর ট্রেনটি আম্বালা, লুধিয়ানা, জম্মু তাওয়াই, এবং কাটরার মতো প্রধান স্টেশনগুলিতে সংক্ষিপ্ত বিরতি নেবে। প্রতিটি স্টপেজের সময়সীমা মাত্র দু’মিনিট হতে পারে।
ভাড়া কত হবে?
শোনা যাচ্ছে সময় বা সুবিধা অনুযায়ী যথেষ্ট কম ভাড়া এই বিশেষ ট্রেনের –
AC 3A টায়ার: প্রায় ২,০০০ টাকা হতে পারে
AC 2A টায়ার: প্রায় ২,৫০০ টাকা হতে পারে
এসি ফার্স্ট ক্লাস (1A): প্রায় ৩,০০০ টাকা হতে পারে