রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন

October 19, 2024 | < 1 min read

উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ছবি সৌজন্যে: IANS

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে ভোটের দামামা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। গত মঙ্গলবার রাজ্যে র ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

৬টি আসনের মধ্যে ১টি ছিল বিজেপির দখলে। বাকি ৫টি ছিল তৃণমূলের। উপ-নির্বাচনে সবক’টি আসনে জয় ছিনিয়ে এনে তৃণমূল দাবি করতে চায়, আরজি কর কাণ্ডের কোনও প্রভাব নেই জনমানসে। উলটো দিকে, তৃণমূলের আসনে কামড় বসিয়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চায় বিজেপি।

ফলে এবারের উপ-নির্বাচনে একেবারে সাধারণ নির্বাচনের আমেজ। সেকথা আঁচ করেই উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। সেজন্য ইতিমধ্যে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর।

২৫ অক্টোবরের মধ্যে রাজ্যে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে বলে জানা গিয়েছে। এর মধ্যে ২৪ কোম্পানি সিআরপিএফ, ৩০ কোম্পানি বিএসএফ, ১২ কোম্পানি সিআইএসএফ, ১০ কোম্পানি আইটিবিপি ও ১৩ কোম্পানি এসএসবি মোতায়েন হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Central Forces, #By elections, #Election Commision of India

আরো দেখুন