← খেলা বিভাগে ফিরে যান
কাজে এলো না সরফরাজদের লড়াই, পঞ্চম দিনে নিউজিল্যান্ডের টার্গেট রইল মাত্র ১০৭ রান
স্কোর:
ভারত: ৪৬-১০ ও ৪৬২-১০
নিউজিল্যান্ড: ৪০২-১০
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪৬২ রানে ইনিংস শেষ করল ভারত। সরফরাজ খান ও ঋষভ পন্থ আউট হতেই আজ একের পর এক ভেঙে পড়ে ভারতীয় দলের ইনিংস। কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা কেউই ব্যাটে রান পেলেন না। তবে রোহিত ব্রিগেড লড়াই জারি রেখেছে।
বৃহস্পতিবার ৪৬ রানে থমকে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। সেই বিপর্যয় কাটিয়ে শুক্রবার লড়াই করছেন ভারতীয় ক্রিকেটারেরা। রোহিত শর্মা এবং বিরাট কোহলির রানের দৌলতে ভারত করে ৪৬২ রান। নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ১০৭ রান। এদিন ১৫ রান করে আউট হন অশ্বিন। ১২ রান করেন রাহুল। ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন পন্থ। ১৫০ রান করে আউট সরফরাজ। সব মিলিয়ে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার এড়ানো যায় কিনা সেটাই দেখার। তবে এখন বৃষ্টিতে ম্যাচ বন্ধ।