দেশ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর দাবিকে মান্যতা দিয়ে স্বাস্থ্য ও জীবন বিমার উপর থেকে জিএসটি তুলে নিচ্ছে কেন্দ্র?

October 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জীবন বিমা ও স্বাস্থ্য বিমার উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নিলে তিনি রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, আমাদের দাবি ভারত সরকারের কাছে যে জীবন বিমা ও চিকিৎসা সংক্রান্ত বিমা থেকে জিএসটি তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত।

এবার মুখ্যমন্ত্রীর সেই দাবিকে সম্ভবত মান্যতা দিতে চলেছে কেন্দ্র। জীবন ও স্বাস্থ্য ও বিমার প্রিমিয়ামে এবার পণ্য ও পরিষেবা কর (গুডস্ অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি) তুলে দেওয়ার পথে আরও একধাপ এগোল কেন্দ্র। সূত্রের খবর, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিগোষ্ঠী বা ‘গ্রুপ অফ মিনিস্টার্স’। যা তৈরি করেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

শনিবার, ১৯ অক্টোবর বৈঠকে বসেন মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, ‘‘মন্ত্রিমণ্ডলীর সদস্যরা এই দুই বিমার ক্ষেত্রে কিস্তির হার কমানোর পক্ষে জোরাল সওয়াল করেছেন। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #GST, #health and life insurance premiums, #health and life insurance

আরো দেখুন