রাজ্য বিভাগে ফিরে যান

চিনে নিন উপনির্বাচনে শাসক দলের নৈহাটি ও হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের

October 21, 2024 | < 1 min read

নৈহাটি থেকে প্রার্থী করা হয়েছে সনৎ দে ও হাড়োয়া থেকে শেখ রবিউল ইসলাম কে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের বিধানসভার উপনির্বাচন। নৈহাটি থেকে প্রার্থী করা হয়েছে সনৎ দে ও হাড়োয়া থেকে শেখ রবিউল ইসলাম কে।

নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে এবার তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন নৈহাটি পৌরসভা দুবারের কাউন্সিলর সনৎ দে। তিনি দুঃখ সংগঠক হিসেবে বেশ জনপ্রিয়। সনৎ দে জানান পার্থ ভৌমিক তার রাজনৈতিক শিক্ষাগুরু। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে তিনি মানুষের জন্য কাজ করে যাবেন।

হাড়োয়া কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শেখ রবিউল ইসলামকে। ইনি প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১১ এবং ২০১২ সালে দুবার তিনি বারাসাত সান্ধ্য মহাবিদ্যালয় এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দলের যুব সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন শেখ রবিউল ইসলাম । রবিউল জানান দলের আদর্শ মেনে মানুষের জন্য কাজ করে যাবেন। কর্মীরা উচ্ছ্বসিত তার নাম ঘোষণা হওয়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#By Election, #Naihati, #haroa, #sanat dey, #sk rabiul islam, #tmc

আরো দেখুন