জমেছে প্লাস্টিক বর্জ্যের পাহাড়, সাফাই অভিযানে তৎপর প্রশাসন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসবের মরশুমে হুগলি জেলায় বিপুল প্লাস্টিক বর্জ্য জমেছে। নতুন জামাকাপড় থেকে মিষ্টি, পুজো উপকরণ, এসেছে অজস্র প্লাস্টিক। পুরসভা বা পঞ্চায়েতের ডাস্টবিনে তা জমা হচ্ছে। তা ছড়িয়ে পড়ছে রাস্তাঘাটে। হুগলি জেলায় প্লাস্টিক বর্জ্যকে নষ্ট করা বা পুনর্ব্যবহারযোগ্য করার পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয়নি। গ্রামীণ এলাকায় এ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। বিপুল প্লাস্টিক বর্জ্য নিয়ে বিপাকে পড়েছে জেলার বিভিন্ন পুরসভা থেকে পঞ্চায়েত। পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের দাবি, প্লাস্টিক বর্জ্য সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়ার প্রবণতা বেড়েছে বাসিন্দাদের মধ্যে। ফলে বর্জ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমেছে।
হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া জানান, পুজো মরশুমে প্লাস্টিক বর্জ্য বড় সমস্যা। সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনাকে সক্রিয় করার কাজ চলছে। প্লাস্টিক প্রক্রিয়াকরণ বা বিকল্প ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এবার পুজোর পর বাসিন্দারা প্লাস্টিক বর্জ্য মজুত করে সাফাই কর্মীদের হাতে তুলে দিয়েছেন। ফলে প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়া রোখা গিয়েছে। সচেতনতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। যা ভালো ইঙ্গিত।
চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, বিপুল প্লাস্টিক বর্জ্য জমা হয়েছে। থার্মোকলের থালা, বাটি, গ্লাস শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।